নেলসনে বড় রানের ম্যাচের আশা হাতুরাসিংহের

চন্দিকা হাতুরাসিংহে। ফাইল ছবি

প্রথম ওয়ানডেতে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় নেলসনে দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন, এই মাঠে বড় রানের ম্যাচ আশা করছেন তিনি।

নেলসনের সর্বোচ্চ স্কোর ৩৬৪ রান।

২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রস টেলর ও হেনরি নিকোলসের জোড়া সেঞ্চুরিতে এই রান করেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটাও ১১৫ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ২৫৪, যেটা দ্বিতীয় ইনিংসে কমে আসে ২৩৭ রানে।

হাতুরাসিংহের মতে, উইকেট খুবই ভালো।

তিনি বলেছেন, ‘এখানে আমরা আগেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, আমার মনে আছে সেটা ২০১৭ (চ্যাম্পিয়নস ট্রফি) ও ২০১৫ বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল। আউটফিল্ডও খুব ভালো। আশা করছি বড় রানের ম্যাচ হবে।

ডানেডিনে বারবার বৃষ্টি বাধার মুখে পড়েছে প্রথম ওয়ানডে। তাতে বাংলাদেশ দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন হাতুরাসিংহে। তবে ডানেডিনের চেয়ে নেলসনের আবহাওয়া ভালো বলে জানালেন বাংলাদেশ কোচ, ‘ডানেডিন থেকে এখানকার অবহাওয়া ভালো এবং ক্রিকেট উপযোগী। আশা করছি ভালো ম্যাচ হবে।’

LEAVE A REPLY