১৬৯ রানের ইনিংসে মিলনেকে মনে রেখেছেন সৌম্য

ক্যারিয়ার-সেরা ইনিংসে ১৬৯ রান করেন সৌম্য

নিউজিল্যান্ড সফরের দলে তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। সেই আলোচনা ডালপালা মেলে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হলে। তবে টিম ম্যানেজমেন্ট আস্থা হারায়নি সৌম্য সরকারের ওপর থেকে। আজ যেন তারই প্রতিদিন দিলেন এই বাঁহাতি ওপেনার।

ক্যারিয়ার-সেরা ইনিংসে ১৬৯ রান করেন সৌম্য। ৫ বছর পর পাওয়া এই শতকটি নিউজিল্যান্ডের মাটিতে কোনো বাংলাদেশির সর্বোচ্চ রানের ইনিংস। সব মিলিয়ে বাংলাদেশি ব্যাটারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এমন এক ইনিংস খেলেও পরাজিত দলের সদস্য সৌম্য।

তবে ঠিকই জিতেছে ম্যাচসেরার পুরস্কার। সেই পুরস্কার হাতে জানিয়েছে, ২২টি চার ও ২টি ছয়ের সঙ্গে এতগুলো রান যে তিনি করলেন, তার মধ্য ‘স্পেশাল’ কোনটা। সৌম্য বলেন, ‘মিড উইকেটের উপর দিয়ে পুল শটটা।’ অর্থাৎ ইনিংসের ৪১তম ওভারে অ্যাডাম মিলনের করা তৃতীয় বলটির কথা মনে রেখেছেন সৌম্য।

তার আগের বলটিও প্রায় একইরকমভাবে পুল করে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করেন তিনি।

নিজের ইনিংসটি নিয়ে সৌম্য বলেন, ‘সেঞ্চুরি হাঁকিয়ে ভালো লাগছে। তবে দুঃখের ব্যাপার আমরা হেরে গেলাম। জিততে পারলে ইনিংসটা আরো স্পেশাল মনে হতো।’ কোথায় ম্যাচ হেরেছে বাংলাদশ? এমন প্রসঙ্গ এলে বললেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে হয়ত পার্থক্য গড়া যেত।

মাঝখানে দুটি জুটি হলেও গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। এমনটা না হলে হয়ত ভালো পুঁজি পেতাম।’

দীর্ঘদিন ধরে রানে নেই সৌম্য। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে আছেন, সুযোগ খুব বেশি পাচ্ছেন না। এমন সময়ে কি না সিরিজ শুরু করলেন শূন্য রানে আউট হরে। এরপর তো সমালোচনা চারদিক। আজ কিছু করে দেখানোর তাড়না ছিল কি? সৌম্য বলেন, ‘আমরা নেটে অনেক কঠোর পরিশ্রম করছি। লম্বা সময় পর আমি দলে ফিরলাম। খুব বেশি কিছু ভাবছি না, শুধু বল দেখছি আর নিজের মতো খেলার চেষ্টা করছি।’

LEAVE A REPLY