আসনভিত্তিক প্রার্থিতাসংক্রান্ত মামলার তথ্য চেয়েছে ইসি

সংগৃহীত ছবি

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের জটিলতা এড়াতে মাঠ পর্যায় থেকে প্রার্থীদের দায়ের করা প্রার্থিতাসংক্রান্ত মামলার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইসির ক্রয় ও মুদ্রণ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন স্বাক্ষরিত চিঠিতে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের এমন তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের জন্য সব জ্যেষ্ঠ জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাকে তাঁর আওতাধীন আসনসমূহের মামলাসংক্রান্ত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখাকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁর কমিশন ব্যালট পেপার মুদ্রণ শেষ করতে চায়।

ইতিমধ্যে সরকারি মুদ্রণালয়ে ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু হয়েছে। তবে যেসব আসনের প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে মামলা করেছেন, সেসব আসনে মুদ্রণের কাজ শেষের দিকে শুরু হবে।

প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে মামলা করেছে—এমন আসন রয়েছে ৪০টি। এমন আসনের সংখ্যা আরো বাড়তে পারে।

তাই মামলার তথ্য দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ মুদ্রণের কাজ শেষ হওয়ার পর কেউ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেলে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার নতুন করে ছাপাতে হবে।

LEAVE A REPLY