সঞ্জুর সেঞ্চুরিতে ‘ফাইনালে’ বড় সংগ্রহ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতক হাঁকিয়ে ১০৮ রানে থামেন সঞ্জু।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। ১-১ ব্যবধানে ড্র থাকায় পার্লে আজ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আগে ব্যাট করতে নেমে  ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে সফরকারীরা। সেঞ্চুরি পেয়েছেন সঞ্জু স্যামসন।

আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতক হাঁকিয়ে ১০৮ রানে থামেন তিনি। ১১৪ বলে ৬টি চার ও ৩টি ছয় সঞ্জু।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ঝড়ো শুরু করলেও দলীয় ৩৪ রানে ১৬ বলে ২২ করে আউট হন ওপেনার রজত পাতিদার।

দলের রান পঞ্চাশ ছোঁয়ার আগে ফেরেন আরেক ওপেনার সাই সুদরশন। তবে তিন নম্বরে নেমে লোকেশ রাহুলের সঙ্গে ৫২ ও তিলক ভার্মার সঙ্গে ১১৬ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সঞ্জু।

রাহুল ২১ ও তিলক ৫২ রানে আউট হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতক তুলে নেন সঞ্জু। ইনিংসের ৪৬তম ওভারে এই ডানহাতি ব্যাটার আউট হন ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করে।

সঙ্গে রিংকু সিংয়ের ২৭ বলে ৩৮ ও ওয়াসিংটন সুন্দরের ৯ বলে ১৪ রানে স্কোর বোর্ডে ২৯৬ তুলেছে ভারত। প্রোটিয়াদের হয়ে ৬৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন বেরুনা হেনড্রিকস।

LEAVE A REPLY