ফিলিস্তিনকে সমর্থন করায় খাজাকে তিরস্কার করল আইসিসি

।হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামায় উসমান খাজাকে তিরস্কার করেছে আইসিসি

আইসিসির নিয়ম উপেক্ষা করে হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামায় উসমান খাজাকে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিলস্তিনিদের ওপর ইজরায়েলের হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে হাতে কালো আর্মব্যান্ড জড়িয়ে মাঠে নেমেছিলেন এই অজি ব্যাটার। 

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় কোনো আর্মব্যান্ড পরার জন্য ক্রিকেট বোর্ড ও আইসিসি থেকে অনুমতি নিতে হয়। কিন্তু খাজা এক্ষেত্রে অনুমতি নেননি।

এ জন্য নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনারকে। আইসিসির এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো।

সেই মুখপাত্র বলেছেন, ‘খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির পূর্বানুমতি ছাড়াই উসমান ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন।

এটি অন্যান্য নিয়ম ভঙ্গের আওতায় পড়ে, প্রথম অপরাধে যেটির শাস্তি ভর্ৎসনা।’

পার্থ টেস্টের আগে জুতোয় ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এবং ‘প্রতিটি জীবনের মূল্য সমান’—এমন স্লোগান লিখেছিলেন খাজা। তবে সেটি পরে টেস্ট খেলতে নামলে আইসিসির শাস্তির মুখোমুখি হবেন, তা জানার পর কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন খাজা।

LEAVE A REPLY