পাতানো ম্যাচ বন্ধে কড়া নজরদারি বাফুফের

দেশের ফুটবল পেশাদার যুগে প্রবেশের পেরিয়ে গেছে প্রায় ১৫ বছর। এই সময়ে প্রিমিয়ার লিগ নিয়মিত মাঠে থাকলেও মাঠের বাইরে প্রচার-প্রচারণা ছিল না বললেই চলে। ফুটবল ফেডারেশন বা পেশাদার লিগ কমিটির সেই তাগিদ তেমন দেখা যায়নি। তবে এবার পেশাদার লিগ কমিটির দায়িত্ব পেয়ে নতুনত্ব নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন বাফুফের সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

পাতানো ম্যাচ নিয়েও কঠোর অবস্থানে থাকা হবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি লিগের চাকচিক্য বাড়ানোর জন্য নেওয়া হয়েছে বেশ কিছু নতুন সিদ্ধান্ত।

প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে প্রায়ই, সাজাও হয়েছে একাধিক ক্লাবের। আজ থেকে শুরু হওয়া লিগে পাতানো ম্যাচ বন্ধে আরো বেশি নজরদারিতে রাখা হবে জানিয়েছেন ইমরুল হাসান, ‘পাতানো ম্যাচ কিছুটা হয়ে থাকে।

প্রতিবারই অভিযোগ থাকে। ছোট দলগুলো অনেক সময় শেষের দিকে গিয়ে জোট করে এই কাজ করে থাকে। পাতানো খেলা হলে শাস্তি হবেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটি তাদের শাস্তি দেবে।

এটা এবার কঠোরভাবে নজরদারিতে রাখা হবে।’

এবারের লিগে প্রতি ম্যাচে থাকছে সেরা ফুটবলারের পুরস্কার। প্রতি রাউন্ডেরও সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে। এতে ভূমিকা রাখবে দর্শক। তাদের ভোটেই নির্বাচিত হবেন সেরা ফুটবলার।

এই ভোট দেওয়া যাবে প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে। আধুনিক ও সুন্দর ডিজাইনের একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে, শিগগিরই যা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবার রেফারিদের জন্যও থাকছে পুরস্কার। মাস শেষে সেরা রেফারিকে পুরস্কৃত করা হবে।

LEAVE A REPLY