অতীতে যা হয়েছে এবার তা হবে না : নাজমুল

যা গেছে, তা গেছেই- নাজমুল হোসেন শান্ত এখন এই তত্ত্বে বিশ্বাসী। সংগৃহীত ছবি

০-১৮! নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান। সে দেশে ১৮টি ওয়ানয়াডে খেলে শতভাগ হার বাংলাদেশ দলের। এবার অতৃপ্তি মেটানোর প্রত্যয় নিয়ে সফরে গিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হার সফরকারীদের। এতে সিরিজও হারাতে হয়েছে।

যা গেছে, তা গেছেই- নাজমুল হোসেন শান্ত এখন এই তত্ত্বে বিশ্বাসী। বাকি থাকা ওয়ানডেটি জিতে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের। সঙ্গে অতীতের দুর্বিষহ স্মৃতি মুছতে চান নাজমুল। বের হতে চান হারের বৃত্ত থেকে।

আগামীকাল নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে আজ সংবাদ মাধ্যমকে নাজমুল বলেন, ‘প্রত্যেক ম্যাচ আমার কাছে একটা সুযোগ। কালও আরেকটা সুযোগ। আশা করব অতীতে যা হয়েছে এবার তা হবে না।

এখনও বিশ্বাস আছে এই দলকে হারাতে পারি, সামর্থ্য আছে আমাদের। ব্যক্তি-বিশেষ পারফরম্যান্স না করে দল হিসেবে করতে পারলে ছোট ছোট ভুল শুধরিয়ে জিততে পারব।’

নাজমুলের কথায় আশাবাদী হওয়া কঠিন। কারণ, আগের দুটি ম্যাচ বাংলাদেশ যেভাবে তুলে দিয়েছে প্রতিপক্ষ দলের হাতে, সেসব তো আর নতুন কিছু নয়। তবে দল ব্যর্থ হলেও প্রথম ম্যাচে শরিফুল ইসলাম, দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ান।

এখান থেকেই ইতিবাচক কিছু খুঁজছেন নাজমুল।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও অনেক ইতিবাচক দিক ছিল। শুধু নেতিবাচক দিক চিন্তা না করে এ বছর কোন কোন জায়গায় ভালো করলাম এটা দেখা দরকার।’

LEAVE A REPLY