শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারলেই শান্তি

ইমরান মাহমুদুল

হাবিব ভাই প্রথম দিকে যে ধরনের গান করতেন, স্যাড রোমান্টিক, এই গান ঠিক সেই ধরনের। হাবিব ভাইয়ের গানের নিচে মন্তব্য দেখতাম, শ্রোতারা শুরুর দিকের হাবিবকে খুব মিস করছে। সেই স্যাড রোমান্টিক গান আবার চায় তারা। আমি সেই জিনিসই ধরতে চেয়েছি

অবশেষে হাবিব ওয়াহিদের সঙ্গে আপনার ‘বোকা মন’ গানটির ভিডিও নির্মাণ শুরু করলেন…

আমরা শুরুতে ভেবেছিলাম লিরিকাল ভিডিও প্রকাশ করব।

কিন্তু গানটি মিক্স-মাস্টার করার পর হাবিব ভাই বললেন, দারুণ একটা গান হয়েছে। সুন্দর করে ভিডিও নির্মাণ করতে হবে। ভালো কোনো প্ল্যাটফরম থেকে প্রকাশ করা হবে। এরপর ভিডিও নির্মাতা সৈকত রেজার সঙ্গে কথা বললাম।

পরিকল্পনা করলাম। এর মধ্যে হাবিব ভাই আর আমার অংশের ভিডিওর শুটিং হয়ে গেছে। এখন শুধু মডেলদের অংশটুকু বাকি রয়েছে। সেটাও এই সপ্তাহে শেষ করব।

গানটি কোথা থেকে এবং কবে প্রকাশ পাবে?

শুরুতে মনে করেছিলাম, আমার ও হাবিব ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করব। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করেছি। বেশ কয়েকটি অডিও কম্পানির সঙ্গে কথা হয়েছে। এখন সিদ্ধান্ত নিয়েছি, রঙ্গন মিউজিক থেকে প্রকাশ করব। জানুয়ারিতেই গানটি প্রকাশিত হবে, এটা চূড়ান্ত।

এক বছর ধরে গানটি তুলে রেখেছি। আর দেরি নয়, শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারলেই শান্তি।

হাবিব সাধারণত অন্যের সুরে ও সংগীতায়োজনে গান করেন না। আপনার সঙ্গে গানটা হলো কিভাবে?

বছরখানেক আগের কথা। হাবিব ভাইয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা। তাঁকে বললাম, আপনার সংগীতায়োজনে কবে গান করব আমি! তিনি বললেন, ‘আমার সংগীতায়োজনে গান না করে বরং তোর সংগীতায়োজনে আমি গান করি, চল।’ আমি অবাক হলাম। আবার জিজ্ঞেস করলাম, সত্যি, আমার সংগীতে গান করবেন? তিনি বললেন, ‘গান ভালো হলে অবশ্যই করব।’ এরপর একটি গান তৈরি করি। হাবিব ভাইকে পাঠাই। তিনি প্রথমবারেই গানটি পছন্দ করলেন। জানালেন, গানটিতে কণ্ঠ দেবেন। এরপর মিউজিকে আরো কিছু পরিবর্তন এনে তারপর ভাইয়ের
ভয়েস নিই।

গানটি কোন ধরনের?

হাবিব ভাই প্রথম দিকে যে ধরনের গান করতেন, স্যাড রোমান্টিক, এই গান ঠিক সেই ধরনের। হাবিব ভাইয়ের গানের নিচে মন্তব্য দেখতাম, শ্রোতারা শুরুর দিকের হাবিবকে খুব মিস করছে। সেই স্যাড রোমান্টিক গান আবার চায় তারা। আমি সেই জিনিসই ধরতে চেয়েছি। হাবিব ভাইও বিষয়টি বুঝতে পেরে আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমার বিশ্বাস ‘বোকা মন’ হাবিব ভাইকে সেই ২০০৪-০৫ সালের শ্রোতাদের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। গানের কথা লিখেছেন ভারতের রজত ঘোষ। কথাগুলো খুব হৃদয়স্পর্শী।

প্রীতম হাসান, মুজা বা এই সময়ের অন্য শিল্পী-সংগীত পরিচালকদের সঙ্গে কোলাবরেশন করবেন না?

আমার সব সময়ই ইচ্ছা অন্যদের সঙ্গে কোলাবরেশন করা। প্রথম থেকেই সবার সঙ্গে কাজ করতে চেয়েছি। এতে কাজের মানও বাড়ে। খুব শিগগির হয়তো অন্যদের সঙ্গেও আমাকে পাওয়া যাবে।

নতুন কোনো হিন্দি গান করেননি?

এর মধ্যে আরো চার-পাঁচটি মৌলিক হিন্দি গানে কণ্ঠ দিয়েছি। হয়তো আগামী বছর থেকে গানগুলো একে একে প্রকাশিত হবে। সব কটি ভারতের কম্পানি থেকে আসবে। গানগুলোর গীতিকার-সুরকাররাও ভারতের।

নতুন চলচ্চিত্রের গান করেননি?

সম্প্রতি ‘এশা মার্ডার–কর্মফল’ ছবির জন্য ‘তোমাকে চাই’ শিরোনামের একটি গান করলাম। রবিউল ইসলাম জীবনের লেখা গানটি আমার সঙ্গে গেয়েছেন সোমনুর মনির কোনাল। গাওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজনও করেছি। তা ছাড়া আরো অনেক ছবির গান এরই মধ্যে করে রেখেছি। সব কটি আগামী বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

LEAVE A REPLY