৩ দিনের শিশুকে পাঁচ হাজার টাকায় বিক্রির অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে পাঁচ হাজার টাকায় ৩ দিন বয়সি শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে রাখালিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

পরিবারের দাবি, অভাবের কারণে লালন-পালনে সমস্যা থাকায় শিশুকে দত্তক দেওয়া হয়। যিনি দত্তক নেন তিনি খুশি হয়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন। 

শিশু সন্তানের মা তুহিন আক্তার রাখালিয়াচালা গ্রামে একটি পলিথিন কারখানায় চাকরি করেন। তিনি উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। তার স্বামী সেলিম হোসেন ৩ মাস আগে আরেক নারীকে বিয়ে করে পালিয়ে যান। 

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই নারী ছেলে সন্তান প্রসব করেন। সন্তান লালন-পালন করতে না পারায় দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন তুহিন ও তার মা খাদিজা বেগম। পরে রাখালিয়াচালা গ্রামের প্রবাসী মনির হোসেনের স্ত্রী নাসিমা বেগম শিশু সন্তানটি দত্তক নেন। 

খাদিজা বলেন, তুহিনের আরও তিন সন্তান রয়েছে। স্বামী না থাকায় তিন সন্তান লালন-পালন করতেই হিমশিম খেতে হচ্ছে। তাই দত্তক দেওয়া হয়েছে।

গ্রামবাসী বলেন, দত্তক নেওয়া নাসিমার একটি কন্যা সন্তান থাকলেও ১৫ বছর কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তুহিন ৩ দিন বয়সি ছেলে সন্তান বিক্রি করবেন বলে জানতে পারেন নাসিমা। 

LEAVE A REPLY