‘ব্যাট’ ছাড়াই খেলতে হবে পিটিআইকে

ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলীয় নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে শুক্রবার তাদের নির্বাচনী প্রতীক প্রত্যাহার করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তাই সমান সুযোগের আশ্বাস সত্ত্বেও বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে পছন্দের প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ ছাড়াই নির্বাচনী ইনিংস খেলতে হবে বলে ধারণা করা হচ্ছে।

পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) শুক্রবারের মধ্যে পিটিআইয়ের দলীয় নির্বাচন এবং নির্বাচনী প্রতীকের বিষয়ে ‘আইন অনুসারে’ সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এর এক দিন পরে এই স্থগিত রায় ঘোষণা করা হয়।

শুক্রবার এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসিপি পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করে দেয়। পাকিস্তানে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ড এভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরীক্ষা করা নজিরবিহীন ঘটনা। যাচাইয়ের পর নির্বাচন কমিশন আসন্ন সাধারণ নির্বাচনে দলটিকে নির্বাচনী প্রতীক পাওয়ারও অযোগ্য ঘোষণা করে।

ইসিপি তার ১১ পৃষ্ঠার আদেশে বলেছে, পিটিআই ২৩ নভেম্বর ২০২৩ তারিখে দেওয়া আমাদের নির্দেশাবলি মেনে চলেনি।

দলটি তাদের বর্তমান সংবিধান এবং নির্বাচনী আইন ২০১৭ এবং নির্বাচনী বিধিমালা ২০১৭ অনুযায়ী আন্ত দলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।  পিটিআইয়ের তৎকালীন চেয়ারম্যান গওহর খানের দায়ের করা একটি সনদপত্র এবং ফর্ম-৬৫ প্রত্যাখ্যান করে কমিশন নির্বাচন আইন ২০১৭-এর ২১৫ ধারার অধীনে দলটিকে নির্বাচনী প্রতীক পাওয়ার অযোগ্য ঘোষণা করেছে। এদিকে ইসিপির সিদ্ধান্তের খবর প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরই পিটিআই এই সিদ্ধান্তকে ‘বিখ্যাত লন্ডন পরিকল্পনা’ এবং পিটিআইয়ের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর একটি ‘জঘন্য ও লজ্জাজনক অপচেষ্টা’ বলে আখ্যায়িত করেছে।

পিটিআই বলেছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে।

দলটি আরো বলেছে, এত কিছুর পরও তারাই আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হবে। এ ছাড়া যা-ই ঘটুক না কেন, তাদের প্রার্থীরা ব্যাট প্রতীক নিয়েই
ভোটে লড়বেন।  পাকিস্তানের বিধান অনুযায়ী, কোনো দল প্রতীক পেতে ব্যর্থ হলে তাদের প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে। সূত্র : ডন

LEAVE A REPLY