হঠাৎ আমদানি বন্ধ, হিলিতে বেড়েছে আলুর দাম

ভারত থেকে আলু আমদানি বন্ধের পর দিনাজপুরের হিলিতে দেশীয় আলু কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। 

আজ মঙ্গলবার হিলি পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ১৫ দিন আগে পাইকারী দেশীয় বড় জাতের কাটিলাল আলু বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি দরে, সেই আলু আজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

আর দেশি পাকরি আলু বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে। আজ সেই আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে তা ৫ টাকা বেড়ে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ১০ টাকা বেড়ে তা এখন ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বন্দর সংশ্লিষ্টরা জানায়, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আলু আমদানি করা অনুমতি ছিল। কিন্তু ১৫ ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে আলু আমদানি বন্ধ হয়ে যায়।

এর আগে আগস্ট মাসে দেশের বাজারে আলুর সংকট দেখা দেওয়ায় দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তাই দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোরব দেশে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন বন্দরের ব্যবসায়ীরা। ফলে কেজিতে ৮০ থেকে ৯০ দরে  বিক্রি হওয়া আলুর দাম ৩৮ থেকে ৪২ টাকায় নেমে আসে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, ২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩৭৫ ভারতীয় ট্রাকে ৩৫ হাজার ৯৮১ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

LEAVE A REPLY