যোগ্য জীবনসঙ্গী পাওয়াটা কঠিন

লারা লোটাস

বাবাকে হারোনোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লারা লোটাস। এর মধ্যেই ধারাবাহিক, একক নাটক ও ওয়েব সিরিজের কাজ করছেন। লারা লোটাসের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

কেমন আছেন?

২৬ জুলাই বাবা মারা যাওয়ার পর থেকে বিষণ্নতায় ভুগছি। কিছুই ভালো লাগছে না।

বাবা মাথার ওপরে ছায়া হয়ে ছিলেন। যেকোনো সিদ্ধান্ত বাবার কাছ থেকে নিতাম। আমাকে কিছুই ভাবতে হতো না। এখন বাবা না থাকায় কোনটা করব, কোনটা করব না বা কোনটা করা উচিত—কিছুই বুঝতে পারছি না।

সব সময় একা একা লাগছে। বাধ্য হয়ে ফেসবুকে লাইভে আসি। বন্ধুদের সঙ্গে কথা বলে সময় কাটাই।

নতুন কোনো কাজ করছেন না?

কাজ তো করতেই হবে।

এখন আমার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে—একুশে টেলিভিশনে ‘ঝড়ের পাখি’, দুরন্ত টিভিতে ‘রাঁধিবাড়ি খাইদাই’ আর নাগরিক টিভিতে চলছে ‘কিশোর গ্যাং’। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রতি সপ্তাহে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা তো আছেই। একক নাটকে অভিনয়ের কথা চলছে বেশ কয়েকটির। বলতে পারেন কাজ নিয়ে বেশ ব্যস্তই আছি।

তাহলে আপনাকে কোনো প্রচার-প্রচারণায় পাওয়া যায় না কেন?

ওই যে বললাম, বাবাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি।

কাজ করছি কাজের জায়গা থেকে। তবে সেই সব ছবি বা ভিডিও পোস্ট করতে মন চায় না। বাবা যখন ছিলেন, আমি শুটিং থেকে ফেরার পরই কী কী করলাম তার ছবি দেখাতে হতো তাঁকে, ভিডিও দেখাতে হতো। এখন কেউ তো চায় না। তাই আর কাউকে জানানোও হয় না।

নতুন কোনো অনলাইন প্ল্যাটফরমের জন্য কাজ করেননি?

টফির জন্য একটা ওয়েব সিরিজ করেছি। পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। ‘রইলো বাকি দশ’ সিরিজটি টফির প্রথম অরিজিনাল সিরিজ হতে যাচ্ছে। আমার সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈমসহ অনেকে। সিরিজটিতে আমাকে একজন পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে। রোশান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আমার মনে হয়েছে ভালো একটা কাজ দেখতে পারবেন দর্শক।

আপনি তো নৃত্যশিল্পীও। নাচ নিয়ে কিছু করছেন?

এর মধ্যে নাচের তেমন কোনো খবর নেই। থার্টি ফার্স্টে সিলেটে একটা শো হওয়ার কথা। এখনো চূড়ান্ত করিনি। বিশেষ দিনগুলোতে সব সময় বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়েছি। এবারই হয়তো প্রথম বাড়ির বাইরে থাকতে হবে। শোটি চূড়ান্ত হলে ওখানে উপস্থাপনার পাশাপাশি নৃত্যেও আমাকে দেখা যাবে।

ব্যক্তিগত জীবন নিয়ে কিছু ভাবছেন?

আমার কারো সঙ্গে সম্পর্ক নেই। সম্পূর্ণ একাকি জীবন যাপন করি। করোনার সময় সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। এখনো সেটা সম্ভব হয়নি। যোগ্য জীবনসঙ্গী পাওয়াটা কঠিন। বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই এখন পরিবারের অভিভাবক। কিন্তু তিনিও কিছুদিন আগে পর্যন্ত বাবার ওপর নির্ভরশীল ছিলেন। আমার বড় বোন থাকেন বিদেশে। ফলে আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম। তবে বলে রাখি, ভালো মানুষ পেলে আজ হলে আজই, কাল হলে কালই বিয়ে করব। দেরি করার মধ্যে নেই।

LEAVE A REPLY