‘বাবা- শব্দটাই শুধু রয়ে গেল!’

অভিনেতা চঞ্চল চৌধুরী ও তাঁর বাবা রাধা গোবিন্দ চৌধুরী

গত বছর এই দিনে বাবা হারান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ তাঁর বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। স্বাভাবিকভাবেই এখনো এই অভিনেতা ভুলতে পারেননি বাবা হারানোর ব্যথা। বাবার মৃত্যুর পর তাঁকে নিয়ে প্রায়ই স্মৃতিচারণা করতে দেখা যায় চঞ্চলকে।

বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে শোকার্ত চঞ্চল চৌধুরী।

আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। প্রথম ছবিটি ২০২১ সালের। যাতে বাবা-ছেলেকে হাস্যোজ্জ্বল এক ফ্রেমে দেখা গেছে।

অন্য ছবিতে বাবার হাত ধরে আছেন তিনি।

স্মৃতিচারণা করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল। বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর। বাবাকে আদর করতে পারি না একটা বছর।

মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি। বাবা সাড়া দেয় না। আর দেবেও না কোনো দিন। স্বপ্নেও বাবাকে দেখতে পাই না। এ যে কী কষ্ট, কী যে কষ্ট।

যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মতো করে আদর করতাম… বাবা ফ্যালফ্যাল করে তাকিয়ে হাসত। সেই হাসিটাও এক বছর দেখি না।’

তিনি আরো লিখেছেন, ‘হাজার কথা লিখেও বোঝাতে পারব না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউদাউ করে জ্বলছে। বাবা তুমি যেখানেই থাকো, ভালো থাকো। বাবা―শব্দটাই শুধু রয়ে গেল!’

দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক দুর্দান্ত কাজ দিয়ে জয় করেছেন দুই বাংলার দর্শক। ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’ সিনেমা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। সিনেমাটি মুক্তির অপেক্ষায়।

LEAVE A REPLY