শরিফুল-মেহেদীর বোলিং তোপে বিধ্বস্ত নিউজিল্যান্ড

ইনিংসের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জানিয়েছিলেন শরিফুল। ফাইল ছবি

নেপিয়ারে যেখানে শেষ করেছিল, আজ যেন সেখান থেকেই শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় ২ ওভারে ২ রানে ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। শরিফুল ২টি ও মেহেদী নেন ১টি উইকেট।

ইনিংসের প্রথম ওভারে মেহেদীর বলে বোল্ড হন স্বাগতিক ওপেনার টিম সেইফার্ট। অফ স্টাম্পের বাইরে থেকে একটু টার্ন করে ভেতরে ঢুকছিল বলটি, একটু নিচুও হয়েছিল। সেইফার্ট নাগাল পানন। কোনো রান না করে বোল্ড হয়ে ফেরেন তিনি।

পরের ওভারের দ্বিতীয় বলে আরেক ওপেনার ফিল অ্যালেনকে ফেরান শরিফুল। অফ স্টাম্পের বাইরের লাইনের লেংথ বলে ব্যাট চালিয়ে এজড হন এই ব্যাটার। স্লিপে সহজ ক্যাচ নেন সৌম্য সরকার। ১ রান করেন অ্যালেন।

পরের বলটি গুড লেংথের করেন শরিফুল। ভেতরের ঢোকা বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন ফিলিপস। পায়ে লাগা বল শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে তাকে এলবিডাব্লিউয়ের শিকার বানান শরিফুল। ফিপিপসও রানের খাতা খুলতে পারেননি।

LEAVE A REPLY