পঞ্চাশে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড

১০ ওভারে ৫৩ রানে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ছবি : গেটি ইমেজ

শুরুটা করেছিলেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। এরপর বল হাতে তাণ্ডব চালান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এবার সেখানে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতেই এলোমেলো নিউজিল্যান্ড।

দলীয় রান পঞ্চাশ ছুঁতে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।

এই প্রতিবেদক লেখার সময় ১০ ওভারে ৫৩ রানে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। শরিফুল ২টি, মেহেদী ২টি ও রিশাদ নেন ১টি উইকেট।

ইনিংসের ১০তম ওভারে প্রথমবার হাত ঘোরাতে এসে মার্ক চাপম্যানকে ফেরান রিশাদ।

পঞ্চম উইকেটে জমে উঠেছিল জেমি নিশামের সঙ্গে চাপম্যানের জুটি। রিশাদ এলেন, তার ওপর চড়াও হতে গেলেন চাপম্যান। জায়গা বানিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েছেন তিনি। দ্বিতীয় বলেই উইকেটের দেখা পান রিশাদ।

১৯ রান করে ফেরেন চাপম্যান। ভাঙে ৩০ রানের জুটি।

এর আগে ইনিংসের প্রথম ওভারে মেহেদীর বলে বোল্ড হন স্বাগতিক ওপেনার টিম সেইফার্ট। অফ স্টাম্পের বাইরে থেকে একটু টার্ন করে ভেতরে ঢুকছিল বলটি, একটু নিচুও হয়েছিল। সেইফার্ট নাগাল পাননি।

কোনো রান না করে বোল্ড হয়ে ফেরেন তিনি।

পরের ওভারের দ্বিতীয় বলে আরেক ওপেনার ফিল অ্যালেনকে ফেরান শরিফুল। অফ স্টাম্পের বাইরের লাইনের লেংথ বলে ব্যাট চালিয়ে এজড হন এই ব্যাটার। স্লিপে সহজ ক্যাচ নেন সৌম্য সরকার। ১ রান করেন অ্যালেন।

পরের বলটি গুড লেংথের করেন শরিফুল। ভেতরের ঢোকা বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন ফিলিপস। পায়ে লাগা বল শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে তাকে এলবিডাব্লিউয়ের শিকার বানান শরিফুল। ফিপিপসও রানের খাতা খুলতে পারেননি।

শরিফুলের পর আবার বল হাতে সাফল্য পান মেহেদী। বোল্ড করেন ১৪ রান করা ড্যারিল মিচেলকে। পরে মাত্র ১৪ রানে ২ উইকেট নিয়ে নিজের ৪ ওভারে কোটা শেষে করেন মেহেদী।

LEAVE A REPLY