দিল্লিতে ঘন কুয়াশায় ১১০ ফ্লাইট বাতিল, যানবাহনের সংঘর্ষ

ছবি: এনডিটিভি

উত্তর ভারতে আজ বুধবার সকাল থেকে ঘন কুয়াশায় উড়োজাহাজ ও যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। দূষণ ও তীব্র ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় উড়োজাহাজ পরিষেবার ওপর প্রভাব পড়েছে। সূচিতে বিলম্ব ও ফ্লাইট বাতিলের ঘটনায় কয়েক হাজার যাত্রী সমস্যায় পড়েন।

স্থানীয় সময় বুধবার সকালে দিল্লি বিমানবন্দরের ১১০টির বেশি ফ্লাইট কুয়াশার কারণে ওঠানামায় বিলম্ব বা বাতিল হয়।

এ সময় দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসে। শৈত্যপ্রবাহ চলতে থাকায় দেশটির আবহাওয়া অফিস রাজধানীতে ঘন কুয়াশা নিয়ে একটি লাল সতর্কতা জারি করেছে। রাজধানীর বেশ কয়েকটি অংশে কুয়াশার কারণে দৃশ্যমানতা আরো কমে যাওয়ার কথা জানিয়েছে।

দিল্লি ছাড়াও বেশ কয়েকটি উত্তর ভারতীয় শহর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছ।

ভারতের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ঘন থেকে তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।  

দিল্লিগামী ২৫টির মতো ট্রেনও ছাড়তে বিলম্ব হয় বলে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রাস্তাগুলোও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশজুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

কুয়াশার কারণে সামনে কিছু দেখা না যাওয়ায়, দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। যে কারণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শহরে কয়েক সপ্তাহ ধরে বায়ু দূষণ কিছুটা কমলেও আবার বৃদ্ধি পেয়েছে। গড় বায়ুর গুণমান ৩৮১-তে নেমে এসেছে।

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY