আত্মজীবনীর তৃতীয় খণ্ড নিয়ে আসছেন কনকচাঁপা

কণ্ঠশিল্পী কনকচাঁপা

কণ্ঠশিল্পী কনকচাঁপা ২০১০ সালে ‘স্থবির যাযাবার’ নামে প্রথম বই প্রকাশ করেন। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’, ‘মেঘের ডানায় চড়ে’সহ আত্মজীবনীর প্রথম খণ্ড ‘কাটাঘুড়ি’ ও দ্বিতীয় খণ্ড ‘কাটাঘুড়ি ২’ প্রকাশ করেছিলেন। আসছে বইমেলায় আত্মজীবনীর তৃতীয় খণ্ড ‘কাটাঘুড়ি ৩’ প্রকাশ করবেন। বইটির প্রকাশক অনন্যা প্রকাশনী।

কনকচাঁপা বলেন, ‘আমার জীবনের নানা ঘটনা ও স্মৃতিচারণা নিয়ে আগের দুই খণ্ড প্রকাশিত হয়েছে। এবার তৃতীয় খণ্ড প্রকাশিত হবে। আগের দুটি বইও অনন্যার স্টল থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন।’

চলচ্চিত্রের গানে তুমুল জনপ্রিয় শিল্পী কনকচাঁপা এখন আগের মতো নিয়মিত গান করেন না।

কনকচাঁপার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে-‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘বিরহে পোড়াইলা তুমি আমার এ অন্তর’ ইত্যাদি।

LEAVE A REPLY