এখনো নিজের সেরাটা দিতে পারিনি

আপনি বলছেন ‘অপারেশন জ্যাকপট’ ছবিটি ছেড়ে দিয়েছেন। আর প্রযোজক বলছেন শর্ত না মানার কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে। আসল ঘটনা কী?

বাপ্পী চৌধুরী: শর্ত কি অভিনেতা দেন না প্রযোজক? আমিই তো শর্ত সাপেক্ষে তাঁদের ছবিতে যুক্ত হয়েছিলাম। তাঁরাই উল্টো শর্ত ভঙ্গ করেছেন।

আমাকে যে গল্প শোনানো হয়েছিল, যে চরিত্রটা সম্পর্কে ডিটেইল বলা হয়েছিল, পাণ্ডুলিপি হাতে পেয়ে দেখি তা একেবারেই আলাদা। তিন-চার বছর ধরে একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছি। পারিশ্রমিকও লোভনীয়। তবু গল্প এবং ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেছি।

এখন কি সেটা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া যায়? আমি সম্মানের সঙ্গে প্রযোজককে ছবিটি না করার কারণ জানিয়েছি। অথচ তাঁরা কেন মিথ্যা রটাচ্ছেন আমার জানা নেই।

অনেক দিন ধরে বলছেন আপনি ‘ফিল্ম পলিটিক্স’-এর শিকার। বিষয়টি খুলে বলবেন?

বাপ্পী চৌধুরী: ইন্ডাস্ট্রিতে ফিল্ম পলিটিক্স আগেও ছিল, এখনো আছে।

একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সফলভাবে চলতে গেলে বছরে ১০টা সুপারহিট ছবি লাগে। পাঁচজন সুপারস্টার লাগে। অথচ কেউ ভালো ছবি নির্মাণের চিন্তা না করে একে অন্যের পেছনে লেগে আছে। একে অন্যকে টেনে নামানোর চেষ্টা করছে। আশি-নব্বইয়ের দশকে অন্তত ১০ জন সুপারস্টার ছিলেন ইন্ডাস্ট্রিতে।

বছরে অন্তত ২০টা সুপারহিট ছবি ছিল। তখন ফিল্ম পলিটিক্স ছিল ভালো ছবি নির্মাণ নিয়ে, তারকা হিসেবে নিজের অবস্থান শক্ত করা নিয়ে। আর এখন কেউ একটা ছবি করতে গেলেই প্রযোজক ভাগিয়ে নিয়ে যাওয়া, অভিনেতাকে বাদ দেওয়াসহ নানা জটিলতা তৈরি করা হয়। শেষ পর্যন্ত ছবিটিই আর হয় না। শুধু আমি নই, অনেকেই এই পলিটিক্সের শিকার হচ্ছেন। যার প্রতিফলন ঘটছে ইন্ডাস্ট্রিতে। বছরে ৩০টি বাণিজ্যিক ছবিই নির্মিত হচ্ছে না।

ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হয়েছে গত বছর। কতটা অর্জন করেছেন বলে মনে করেন?

বাপ্পী চৌধুরী: এখনো নিজের সেরাটা দিতে পারিনি। অপেক্ষায় আছি দর্শকদের এমন একটা ছবি উপহার দিতে, যে ছবি দিয়ে মানুষের মনে সারা জীবন বেঁচে থাকতে পারব। তবে হ্যাঁ, ‘ভালোবাসার রং’, ‘জটিল প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘নায়ক’, ‘সুইটহার্ট’সহ বেশ কয়েকটি ছবি আমাকে আজকের অবস্থানে এনে দিয়েছে। একটা ফ্যানবেজ তৈরি হয়েছে। আমার নামে প্রথম শো হাউসফুল হয়। তার পরও আমার স্বপ্ন আরো বড়। নিজেকে সত্যিকারের একজন সুপারস্টার হিসেবে দেখতে চাই।

আরিফিন শুভ, সিয়াম আহমেদ, জিয়াউল রোশানরা ওটিটিতে কাজ করছেন। আপনি কেন করছেন না?

বাপ্পী চৌধুরী: আমি শুধু নই, শাকিব খান ভাইও কিন্তু করছেন না। ওটিটিকে ছোট করছি না। বিশ্বব্যাপী ওটিটির একটি আলাদা দর্শক আছে। অবশ্যই তারা রুচিশীল। তাদেরও পছন্দ আছে। তবে আমি আরেকটু অপেক্ষা করতে চাই। নিজেকে গুছিয়ে তবে নতুন এই প্ল্যাটফরমে নাম লেখাব।

নতুন কোনো ছবি করছেন?

বাপ্পী চৌধুরী: নতুন বছরের শুরুতে কয়েকটি ধামাকা খবর নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত অপেক্ষায় থাকুন।

LEAVE A REPLY