ইমরান খানের সাইফার মামলায় স্থগিতাদেশ

ইমরান খান

দাপ্তরিক গোপনীয়তা আইনের অধীন সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ঘনিষ্ঠ মিত্র শাহ মেহমুদ কোরেশির চলমান বিচার ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানের আবেদনের ভিত্তিতে এবং মামলায় ‘ইন-ক্যামেরা ট্রায়ালে’ ‘আইনি ত্রুটি’ ছিল উল্লেখ করে বৃহস্পতিবার বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব এই স্থগিতাদেশ দেন।

১৩ ডিসেম্বর এই মামলায় ইমরান ও কোরেশিকে দ্বিতীয়বার অভিযুক্ত করা হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা চত্বরে স্থাপিত বিশেষ আদালতে এই মামলার কার্যক্রম চলছিল।

লিখিত আদেশে বিচারপতি বলেন, ইসলামাবাদ হাইকোর্টের আগের নির্দেশনা অনুসরণ করে বিশেষ আদালত সাইফার মামলা পরিচালনা করছেন। কিন্তু সুপ্রিম কোর্ট এ ধরনের বিচারিক কার্যক্রম বাতিল করে দিয়েছিলেন।

সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিশেষ আদালত এখনো এই মামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সূত্র : ডন

LEAVE A REPLY