‘৭ অক্টোবরের হামলার জন্য ইসরাইল সরকারই দায়ী’

ইসরাইলে গত ৭ অক্টোবরের হামলার জন্য সরকারের অবহেলাকে দায়ী করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন। 

শনিবার ইসরাইলভিত্তিক গণমাধ্যম ম্যারিভের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন বলেন, গত ৭ অক্টোবরের হামলার জন্য ইসরাইল সরকারই দায়ী। সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা খুঁজে বের করবে যে এই হামলার জন্য কাদের অবহেলা দায়ী।

কোহেন বলেন, এখন গাজা স্ট্রিপে বসতি স্থাপনের কথা বলাই সঙ্গত নয়। কারণ, সেখানে বসতি স্থাপনের জন্য প্রথমেই নিরাপত্তার কথা ভাবতে হবে।

তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে গাজায় কোনো হামাস সদস্য থাকবে না। আমরাই সেখানকার নিয়ন্ত্রণভার গ্রহণ করব। ফিরিয়ে আনবে আমাদের অপহৃতদের।

LEAVE A REPLY