বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ পণ্ড

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত উদ্যোগ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই আদেশের ফলে বড় ধরনের ধাক্কা খেলেন কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী। বিচারব্যবস্থা সংস্কারের মাধ্যমে আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নেওয়ায় গত বছর ইসরায়েলজুড়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলে। তা সত্ত্বেও পার্লামেন্টে বিচারব্যবস্থা সংস্কার সংক্রান্ত আইনটি পাস করায় নেতানিয়াহুর সরকার।

কয়েক মাসের গণপ্রতিবাদ ও বিতর্কের পর অবশেষে সেই আইনের বিরুদ্ধে সিদ্ধান্ত জানালেন সুপ্রিম কোর্ট। অসাংবিধানিক বিবেচনায় যেকোনো আইন পর্যালোচনা করার যে ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, বিচারব্যবস্থার সংস্কার হলে তা সীমিত হয়ে যেত। একই সঙ্গে ইসরায়েলি আইনসভা নেসেট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলে আদালতের যেকোনো আদেশ পাল্টে দেওয়ার ক্ষমতা পেত। সমালোচকরা বরাবরই বলে আসছেন, এই সংস্কার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করে গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY