দুই ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত

গাজার বাইরে ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্যকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এই বক্তব্যটি উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন।’ 

সম্প্রতি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন গভির বলেন, গাজা ছেড়ে ফিলিস্তিনিদের অন্য দেশে চলে যাওয়া এবং উপত্যকায় নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলা উচিত। এমন ধরনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

ম্যাথিউ মিলার এক প্রেস বিবৃতিতে বলেছেন, “গাজা ফিলিস্তিনি ভূখণ্ড এবং তাদেরই থাকবে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই পরিষ্কার।” বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রধামন্ত্রীসহ ইসরায়েল সরকারের পক্ষ থেকে আমাদের বারবার এবং ধারাবাহিকভাবে বলা হয়েছে, এই ধরনের বিবৃতি ইসরায়েল সরকারের নীতিকে প্রতিফলিত করে না। তাদের অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা সব সময়ই স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলে এসেছি—গাজা ফিলিস্তিনি ভূমি এবং তা ফিলিস্তিনি ভূমি থাকবে।

হামাস আর ভবিষ্যতে এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ করবে না এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে হুমকি দিতে সক্ষম হবে না। ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পাশাপাশি থাকবে এবং বিশ্বের স্বার্থে আমরা এটাই চাই।’

ওই দুই ইসরায়েলি মন্ত্রী মনে করেন গাজা থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের উদ্বুদ্ধ করা উচিত। গাজায় ইহুদি বসতি স্থাপনকারীদের ফেরত পাঠানো উচিত বলেও মনে করেন তারা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে হামলা চালানোর পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৫৭ হাজার ৩৫ জন।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY