উইলিয়ামসনের ফেরা, বিশ্রামে রাচিন

ফিরেছেন কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

চোট কাটিয়ে ফেরা কেইন উইলিয়ামসনকে অধিনায়ক করেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এ ছাড়া ফিরেছেন ডেভোন কনওয়ে, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে রাচিন রবীন্দ্রকে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়া চলছে কাইল জেমিসন ও মিচেল ব্রাসওয়েলের।

উইলিয়ামসন ফিরলেও পাকিস্তানের বিপক্ষে সবগুলো ম্যাচ খেলবেন না তিনি। ১২ জানুয়ারি শুরু হওয়া পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে তাকে বিশ্রামে রাখা যাবে। সেই ম্যাচে অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার। সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না উইলিয়ামসন।

ভারত বিশ্বকাপেও খেলতে পারেননি সব ম্যাচ। প্রায় ৯ মাস আগে পাওয়া চোট থেকে ফিরলেও এখনো সতর্কতার চোখে রাখা হচ্ছে।

বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রকে বিশ্রাম দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘রাচিন নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য অনেক অমূল্য সম্পদ।

সে-ই একমাত্র খেলোয়াড়, যে শেষ পাঁচ মাস ধরে পাঁচটি দেশে বিরতিহীন দলের সঙ্গে সফর করছে। যেটা খুব ভালো ব্যাপার নয়।’

নিউজিল্যান্ড দল : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভোন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স। 

LEAVE A REPLY