আরো অনেক বছর রিয়ালে থাকার ইচ্ছা আনচেলোত্তির। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। ব্রাজিলে যাবেন নাকি রিয়াল মাদ্রিদেই থাকবেন―এ নিয়ে ছিল নানা প্রশ্ন। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকেই বেছে নিয়েছেন ইতালিয়ান এই কোচ। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন আরো দুই বছর, থাকবেন ২০২৬ পর্যন্ত।
তবে এর মাঝে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গেও কথা হয়েছে আনচেলোত্তির।
কিন্তু রিয়ালে থাকতে পেরেই খুশি তিনি, ‘ক্লাব আমার ওপর বিশ্বাস রেখেছে। চুক্তি নবায়ন করতে পেরে আমি খুশি। আমি জানি না, এবারই আমার রিয়ালের অধ্যায় শেষ কি না।
জানি না, আগামীতে কী হবে। হয়তো ২০২৬ পর্যন্ত এখানে আমি থাকব। যেটা সফলতার ওপর নির্ভর করবে। আমি আশাবাদী, ২০২৭-২৮ সালেও আমি এখানে কাজ চালিয়ে যেতে পারব, কারণ আমি রিয়ালে থাকতে চাই।
’
কার্লো আনচেলোত্তিকে প্রধান কোচ হিসেবে চেয়েছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর থেকেই সেলেসাওরা চেষ্টা চালাচ্ছিল। গত এপ্রিলে খবর এসেছে, আনচেলোত্তি হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ, কিন্তু সেটা আর বাস্তবায়িত হয়নি। আনচেলোত্তিকে পাওয়ার আশায় কাতার বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালাচ্ছেন ফার্নান্দো দিনিজ।
এ ব্যাপারে আনচেলোত্তি বলেছেন, ‘সবাই জানে যে ব্রাজিলিয়ান ফেডারেশনের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমার প্রতি আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ দিতে চাই। আমি গর্বিত; কিন্তু এটি নির্ভর করে পরিস্থিতির ওপর।’ সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজকে। মূলত তিনি আনচেলোত্তির সঙ্গে যোগাযোগ করছিলেন। কিন্তু রদ্রিগেজ না থাকায় হয়তো এই সম্ভাবনা আর আলোর মুখ দেখেনি।