কমনওয়েলথ এক্সপার্ট দলকে নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে জানালেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে আইজিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রুস গোল্ডিং। এ ছাড়া ছিলেন জেফরি সেলিম, স্যামুয়েল আজু, আতাহিরু মুহাম্মদ, মার্ক হাওয়ার্ড, সব্যসাচী ব্যানার্জি, দীনেশা সামারান্তে, হান্না হেসিলু, টেরি ডালি ও পাওলিন এনজকে।

পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, কমনওয়েলথ এক্সপার্ট টিমের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশ প্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

LEAVE A REPLY