ছক ভাঙা চরিত্রে অন্যরকম ক্যাটরিনা

বলিউডের বাণিজ্যিক সিনেমার সফল নায়িকা ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা বলেন, ‘একজন পারফর্মার হিসেবে এ রকম কাজ আমার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলব, ভয়টা অনুভব কর, এটা ভালো। সেই অনুযায়ী প্রাণপণে চেষ্টা কর; আমিও তাই করছি।’

এতদিন গল্পপ্রধান ছবিতে তাকে পাওয়া যায়নি। এবার ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় সেই ছক ভাঙা চরিত্রে অভিনয় করতে গিয়ে এ মন্তব্য করেন নায়িকা। এটি নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন।

ক্যাটরিনা কাইফ বলেন, বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবিতে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে। তো সেটা থেকে বের হয়ে অন্য ধাঁচের কাজ করতে গেলে একটু নার্ভাস, ভয় লাগতেই পারে। তবে এই ভয়টা কেটেছে, কারণ কাজটির অভিজ্ঞতা অসাধারণ। 

‘মেরি ক্রিসমাস’ সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। 

তাকে নিয়ে ক্যাটরিনার মন্তব্য- ‘শ্রীরাম স্যার ও বিজয়ের সঙ্গে কাজ করতে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। আমরা যখন প্রথমবার একটি রুমে গল্পটি নিয়ে বসেছিলাম, এক মুহূর্তেই গল্পের সঙ্গে একাত্ম হতে পেরেছিলাম। আর যে মুহূর্তে বিজয় একটি দৃশ্য নিয়ে কথা বলছিলেন, সেটা আমার জন্য অভাবনীয় ছিল। আমি শুধু ভাবছিলাম- গল্প, চরিত্র, মানুষ এসব নিয়ে একটা মানুষ এত ব্যতিক্রম উপায়ে ভাবেন!’

থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’। এতে বিজয় ও ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছেন অশ্বিনী কালসেকর ও রাধিকা আপ্তে। আগামী ১২ জানুয়ারি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY