ট্রাম্পকে ‘খোঁচা’ দিয়ে নির্বাচনী প্রচার শুরু বাইডেনের

প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেই ২০২৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন। পেনসিলভানিয়ায় স্থানীয় সময় শুক্রবার বিকেল সোয়া ৩টায় নির্বাচনী প্রচারণা উপলক্ষে প্রথম ভাষণ দিচ্ছেন বাইডেন। ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার তিন বছর পূর্তি হবে। ট্রাম্প যে গণতন্ত্রের জন্য হুমকি সেই বিষয়টিই তুলে ধরবেন বাইডেন।

সাম্প্রতিক জরিপগুলোতে ট্রাম্পের সঙ্গে সমান সমান কিংবা সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধের সময়কার ঐতিহাসিক স্থান ভ্যালি ফোজে সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে জাতির জন্য হুমকি হিসেবে দাঁড় করাবেন ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাট। এর আগে ২০২০ সালে বাইডেনের জয়কে উল্টে দেওয়ার জন্য ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের দাঙ্গার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার ভাষণ দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের। 

সূত্র : এএফপি
 

LEAVE A REPLY