মেয়েই হচ্ছেন কিমের উত্তরসূরি

মেয়ের সঙ্গে কিম জং উন। এএফপির ফাইল ছবি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়েই তাঁর উত্তরসূরি হতে যাচ্ছেন বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে। এই প্রথম কিমের উত্তরসূরি হিসেবে কিম জু আয়ের নাম সামনে এনেছে এনআইএস। অবশ্য বিষয়টি এখনো পিয়ংইয়ংয়ের বিবেচনাধীন বলে জানিয়েছে এনআইএস। ২০২২ সালের শেষের দিকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কিমকন্যা।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইওনপিয়ং এবং বায়েংনিয়ং দ্বীপের উপকূল লক্ষ্য করে প্রায় ২০০ গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার স্থানীয় সময় ৯টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইওনপিয়ং ও বায়েংনিয়ং কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই দ্বীপগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

সামরিক বাহিনী ওই এলাকায় নৌমহড়া শুরু করবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের হামলা উসকানিমূলক কাজ, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে এবং কোরিয়ার দ্বীপগুলোর শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দুই কোরিয়াকে শান্ত থাকার আহবান জানিয়েছে চীন।

২০১০ সালের নভেম্বরে ইওনপিয়ং দ্বীপে ১৭০টি গোলা ছুড়েছিল উত্তর কোরিয়া। ওই ঘটনায় দুই বেসামরিক নাগরিকসহ চারজনের মৃত্যু হয়েছিল। 

সূত্র : এএফপি, বিবিসি

LEAVE A REPLY