যশোর-১ শার্শা আসনের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নির্বাচন পর্যবেক্ষক ও ইন্ডিয়ান ইলেকশন কমিশনের পিন্সিপাল সেক্রেটারি মোঃ ওমর।
সকালে ভোট গ্রহণ শুরুর পর সকাল ১০টার সময় তিনি শার্শা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে উপজেলার বিভিন্ন কেন্দ্রের সুষ্ঠু ভোট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় তার সাথে নাভারন সার্কেলের এএসপি আল নাহিয়ান ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে প্রতিটি কেন্দ্রে। এখনো পর্যন্ত এই উপজেলার ভোট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।