ফেনীতে জাল ভোট অনিয়মের অভিযোগে আটক ১৪

ফেনীর সোনাগাজীর নবাবপুর এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট ও অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার আমির হোসেনকে তেড়ে আসেন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসার উপরের নির্দেশে জাল ভোট দিচ্ছে। প্রতিবাদ করে জানতে চাইলে ভোট কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। এব্যাপারে প্রিজাইডিং অফিসার আমির হোসেন জানান, অল্পের জন্য রক্ষা পেলাম।হাজী রহিম উল্লাহ আমার গায়ে হাত তুলতে উদ্যত হয়। আমি ৩৬ বছর যাবৎ ভোটের দায়িত্ব পালন করেছি। এপরিস্হিতির শিকার হইনি। এদিকে ফেনী ৩ আসনের তৃণমুলের প্রার্থী সোনালী আশ প্রতিকের আজিম উদ্দিন জানান,প্রায় কেন্দ্রে জালভোট ও অনিয়মের অভিযোগ করেন তিনি ।

এদিকে সোনাগাজী ও ফুলগাজী, ছাগলনাইয়াতে জাল ভোট অনিয়মের অভিযোগ ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জাকির হাসান।

LEAVE A REPLY