পরপর ব্যালটে সিল যুবলীগ নেতার

বরগুনার বেতাগীতে একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের শেষ সময়ের দিকে সাংবাদিকদের মারধরের হুমকি দিয়েছেন রুবেল সিকদার নামক এক যুবলীগ নেতা। ভোট কক্ষে জাল ভোট দিতে থাকা অবস্থায় সাংবাদিকদের দৃষ্টিতে আসলে ছবি তুলতে গেলে তিনি সংবাদকর্মীদের মারধরের জন্য তেড়ে আসেন।

ঘটনাটি দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে জানালে তৎক্ষণাৎ ব্যালট বাক্স জিম্মায় নেন দায়িত্বরত কর্মকর্তা দোলা মল্লিক। এরপরই যুবলীগ নেতা রুবেল ও আরেক নৌকার এজেন্ট অপু খান অকথ্য ভাষায় গালাগাল করে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন সাংবাদিকদের।

ওই  যুবলীগ নেতা রুবেল সিকদার বেতাগী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের শেষ সময়ে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২ নম্বর পুরুষ কক্ষে জাল ভোট দেওয়া শুরু করেন নৌকার এজেন্টে দায়িত্বে থাকা ওই যুবলীগ নেতা রুবেল সিকদার।

এ ব্যাপারে যুবলীগ নেতা রুবেল সিকদার বলেন, এ বিষয়ে ফোনে কিছু বলবো না সাক্ষাতে বলব। পরে ফোনটি কেটে দেন।

LEAVE A REPLY