মোদিকে ‘সন্ত্রাসী’ ও ‘ভাঁড়’ বলায় মালদ্বীপের তিন উপমন্ত্রীকে বরখাস্ত

মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু (বামে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে)। ছবি: সংগৃহীত।

ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপ তিনজন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘মন্তব্যের জন্য দায়ি সকল সরকারি কর্মকর্তাকে তাদের পদ থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।’ বরখাস্ত হওয়া ওই তিন উপমন্ত্রী হলেন, মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ। 

মোদির একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ওই কর্মকর্তারা তাঁকে ‘ভাঁড়’, ‘সন্ত্রাসী’ ও ‘ইসরায়েলের পুতুল’ বলে মন্তব্য করেন।

এদের মধ্যে মরিয়ম শিউনাও ভারতকে গোবরের সঙ্গেও তুলনা করেছিলেন। যা ভারতীয় সামাজিক মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। এই মন্তব্য করার পর ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। অনেক ভারতীয় মালদ্বীপে নিজেদের অবকাশ যাপনের পরিকল্পনা বাতিল করে।

 গত বছর মালদ্বীপে আসা পর্যটকদের মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি ছিল। ভারতীয় টিকিট-বুকিং সাইট ‘ইজি মাই ট্রিপ’-এর সিইও বলেছেন,  তাঁর কম্পানি মালদ্বীপে সমস্ত ফ্লাইট বুকিং স্থগিত করেছে। দ্বীপপুঞ্জটি (মালদ্বীপ) তার রূপালী বালির সৈকত, রিসোর্ট এবং প্রবাল দ্বীপের জন্য বিখ্যাত। 

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মন্তব্যগুলো ব্যক্তিগত এবং সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না।

তাদের স্থায়ীভাবে বরখাস্তের জন্য জোরালো আহ্বান সত্ত্বেও মালদ্বীপের মিডিয়া উল্লেখ করেছে, তিন কর্মকর্তাকে কেবল বরখাস্ত করা হয়েছে। 

বলিউড তারকা অক্ষয় কুমারের পাশাপাশি কিছু ক্রিকেটারসহ বিশিষ্ট ভারতীয়রা মন্ত্রীদের এই মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন। মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহি এই মন্তেব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই তিন কর্মকর্তা ভারতের বিরুদ্ধে ঘৃণ্য ভাষায় মন্তব্য করেছন।’ তিনি আরো বলেন, ‘ভারত সর্বদা মালদ্বীপের ভাল বন্ধু ছিল এবং এমন নেতিবাচক মন্তব্য করে আমাদের দুই দেশের মধ্যে বহু পুরনো বন্ধুত্বকে প্রভাবিত করা উচিত নয়।’ আরেক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সোশ্যাল মিডিয়া পোস্টে করা মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এর আগে প্রায় ৭৫ জন ভারতীয় সেনাকে দেশ ছেড়ে চলে যেতে বলে। এরপর থেকে ভারত এবং দ্বীপরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা চলছে। এই মন্তব্য ঘিড়ে আলোড়ন শুরু হলে বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হয়।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY