যুদ্ধে গাজার মোট জনসংখ্যার ১ শতাংশ নিহত: প্রতিবেদন

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রায় ১ শতাংশ মানুষ নিহত হয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার তাদের দৈনিক আপডেটে বলেছে, অবরুদ্ধ ছিটমহলে সহিংসতায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ৫৮ হাজার ৯২৬ জন আহত হয়েছে। 

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে, গাজায় ২২ লাখের বেশি লোকের অবস্থান।

মৃত্যুর সংখ্যা বলে দিচ্ছে, এখানে প্রতি ১০০ জনের মধ্যে একজন সর্বশেষ সংঘাতে নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ৯ হাজারের বেশি শিশু ও পাঁচ হাজার ৩০০ জনের বেশি নারী রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অব্যাহত অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। অসংখ্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বা গণহত্যার সমান।

তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো আন্তর্জাতিক আদালতে আইনি মামলা আনতে কাজ করছে।

সূত্র : আল-অ্যারাবিয়া

LEAVE A REPLY