আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করি না

জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা। দীর্ঘ ক্যারিয়ারে অডিওতে একক, দ্বৈত গানের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত গান গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন জিঙ্গেলেও। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে

আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* সদ্যবিদায়ী বছরটি কেমন কাটালেন?

** যদি কাজের ক্ষেত্র বিচার করি তাহলে বলব বেশ ভালো কেটেছে ২০২৩ সাল। নিয়মিত কাজ করেছি। অডিও-ভিডিওতে একক, দ্বৈত গানের পাশাপাশি সিনেমায়ও গেয়েছি নিয়মিত। এছাড়া গত বছরের শেষদিকে আমেরিকার দশটি রাজ্যে স্টেজ শো করেছি। এক মাসের দীর্ঘ একটা ট্রিপ ছিল। এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের একটা বড় অর্জন। তাই সব মিলিয়ে গত বছরটি বেশ ভালোই কেটেছে। মূল কথা আমি গানের মানুষ, সারা বছর গানের মাঝেই ছিলাম।

* নতুন বছর নিজেকে কীভাবে দেখতে চান?

** প্রতি বছরই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই আমি। নিজের ব্যক্তিত্ব, শিল্প এবং মননের উন্নয়ন করতে চাই। মূল কথা হলো, নিজের একটা বেটার ভার্সন তৈরি করতে চাই।

* ক্যারিয়ার নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে?

** আমি কখনোই পরিকল্পনা করে কিছু করিনি। পরিকল্পনা করলে একটা অদ্ভুত প্রেশার কাজ কর। কিন্তু আমার গানের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে, নির্দিষ্ট কোনো সময়সীমার মধ্যেই গান প্রকাশ করতে হবে। হতে পারে একক গানে সময় দিচ্ছি, আবার হতে পারে অন্যান্য প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে নিজের গানের ভিডিও করা হচ্ছে না। কিন্তু এ নিয়ে আমার মধ্যে কোনো খারাপ লাগা নেই। কারণ আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করি না।

* গত বছর যেসব গান প্রকাশ হয়েছে তার মধ্যে আপনার সবচেয়ে ভালো লাগার কোনটি?

** গত বছর আমি এত গান গেয়েছি যে, ভুলেই গেছি কয়টা গান গেয়েছি আর সেগুলোর শিরোনাম কী। আমাকে এখন তালিকা খুলে দেখতে হবে। কিন্তু আমার কাছে আমার সব গানই প্রিয়। কারণ অনেক কষ্ট আর যত্ন নিয়ে গানগুলো গেয়েছি। আসল বিচারক তো আমার শ্রোতারা। তারাই বলতে পারবেন আমার গাওয়া কোন গানটি ভালো হয়েছে কিংবা কোনটি তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে।

* মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘অটোটিউন’ নামে একটি শব্দ বেশ আলোচিত। এ বিষয়ে আপনার কী মতামত?

** আমি যখন কাজ শুরু করি, তখন বাংলাদেশে হাবিব ভাই, ফুয়াদ ভাই এ টেকনোলজি এনেছেন এবং ব্যবহার করেছেন। আমি যেহেতু অনেক আগে থেকেই গান করি ও নজরুল ইনস্টিটিউটের ব্যাকগ্র্যাউন্ড রয়েছে, তাই আমাকে এ বিষয়ে কিছু শুনতে হয়নি। তবে বিষয়টি নিয়ে বেশ সমাদৃত এবং জনপ্রিয় একজন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এক সাক্ষাৎকারে কথা বলেছেন। আমি তার সঙ্গে পুরোপুরি একমত। অটোটিউন একটা সফটওয়্যার। তবে এটার মানে এই নয় যে, এটা একজন নন-সিঙ্গারকে দিয়ে গান গাওয়াতে পারবে। অনেক সময় যখন শিল্পীরা আবেগ দিয়ে গান গায়, তখন তাদের কিছু সুর এলোমেলো হয়। সেটা ঠিক করতেই এ সফটওয়্যারের ব্যবহার হয়।

* এছাড়া কী নিয়ে ব্যস্ত এখন?

** স্টেজ শো করছি নিয়মিত। চলতি মাসেও প্রায় ৭-৮টি করেছি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। তবে সংসদ নির্বাচনের কারণে খুব একটা ওপেন এয়ার কনসার্ট হয়নি। নিরাপত্তার কারণে অনেক শো বাতিল হয়েছে। এখন নির্বাচন শেষ। হয়তো আগের মতো সবকিছু স্বাভাবিক হবে। এছাড়া দেশের বাইরের কিছু শোর কথা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

LEAVE A REPLY