একদিন আমাকেও চলে যেতে হবে : এমবাপ্পে

সংগৃহীত ছবি

দলবদলের সময় আসে আর কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় আলোড়ন। এর সঙ্গে যোগ হয় রিয়াল মাদ্রিদও। গত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে পেতে চেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এখনো সফল হতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।

গুঞ্জন আছে, এখনো এমবাপ্পেকে চায় লস ব্লাংকোরা। যদিও এমবাপ্পে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানায়নি। তবে ক্যারিয়ারে একটা পর্যায়ে গিয়ে পিএসজি ছেড়ে ইউরোপের বাইরে খেলার সম্ভাবনার কথাও বলেছেন।

আগামী জুনেই পিএজসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের।

এখনো নতুন করে চুক্তি নবায়ন করেনি। তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে। যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবেই ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে চায় লস ব্লাংকোরা।

ইউরোপের পাট চুকিয়ে গত বছর থেকেই নতুন চ্যালেঞ্জ নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারের মতো তারকারা।

মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে আর রোনালদো-নেইমার এশিয়ার ফুটবলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষেত্রেও এমনটা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এমবাপ্পে, ‘অনেক গ্রেট খেলোয়াড়, যারা ফুটবলের ইতিহাসে ছাপ রেখেছেন, তারা গত গ্রীষ্মে ইউরোপ ছেড়ে গেছেন। আমরা ফুটবলে একটি নতুন যুগে প্রবেশ করছি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং একটা পর্যায়ে আমাকেও চলে যেতে হবে।’

LEAVE A REPLY