বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন তাসকিন

ভারত বিশ্বকাপে পাওয়া চোটে দীর্ঘদিন মাঠের বাইরে তাসকিন আহমেদ। সর্বশেষ খেলেছেন গত ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই মাসের বেশি সময় পর চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় এই ডানহাতি পেসার। আগামীকাল প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত ঢাকার জার্সিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামবেন তিনি।

এই ম্যাচের আগে আজ মিরপুরে দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে এক প্রশ্নের জবাবে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্নের কথা জানান এই গতি তারকা।

তাসকিন বলেন, ‘জি, অবশ্যই। কেননা সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে।

ধাপে ধাপে সব কিছুই হবে একসময়।’

তার আগে এবারের বিপিএলে নিজ দল ঢাকার প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন (খালেদ মাহমু) স্যার আছেন, মোসাদ্দেক (হোসেন) আছে, আমিও আছি, আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাক্ষেপে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না।

যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে।’

এবার ফ্র্যাঞ্চাইজি বদলালেও গতবার ঢাকার জার্সিতেই বিপিএল খেলেন তাসকিন। এর আগের ৯টি বিপিএলের মধ্যে আটটি আসরে অংশ নিলেও শিরোপা আজয়ের আক্ষেপ ঘোচাতে পারেননি। এবার সেই অতৃপ্তি মেটাতে পারবেন, সেটিও জোর দিয়ে বলার সুযোগ নেই।

সেসব না ভেবে নিজে পারফরম করে দলের প্রয়োজন মেটানোয় মনোযোগ তাসকিনের, ‘হ্যাঁ, আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সব সময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করব।

যাতে আমাদের দলটা উপকৃত হয়।’

LEAVE A REPLY