এক নজরে আজকের বিশ্ব

প্রতিদিন বিশ্বজুড়ে ঘটে নানা ঘটনা। চলুন সংক্ষেপে জেনে নেই বিভিন্ন দেশের আজকের খবর

বায়ু উন্নতকরণে থাই কোর্টের নির্দেশ

থাইল্যান্ডে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। কৃষকদের খড় পোড়ানো, শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়ায় বায়ুর মান নষ্ট হচ্ছে। এবার বায়ু উন্নতকরণে জরুরি নির্দেশ দিল থাই কোর্ট। 

শুক্রবার দেশটির চিয়াং মাই প্রশাসনিক আদালত সরকারকে ৯০ দিনের মধ্যে বায়ুদূষণ রোধের জন্য একটি জরুরি পরিকল্পনার নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ‘স্বল্প ও দীর্ঘমেয়াদি দূষণ সমাধানের প্রতিরোধমূলক পদ্ধতি’ প্রয়োজন।

থাইল্যান্ডের আগের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা দূষণ রোধে ‘তার কর্তব্য অবহেলা’ করেছিল বলে আদালত দাবি করে। 

বর্তমান সরকার প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনও নির্বাচনি ইশতেহারে বায়ুদূষণ মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ার অনুসারে, বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুমানের শহরগুলোর তালিকায় ব্যাংকক ১০তম স্থানে ছিল। এএফপি

ভারতে পালাল মিয়ানমারের ৩০০ সেনা

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে টিকতে না পেরে ভারতের মিজোরাম রাজ্যে পালিয়ে গেছে মিয়ানমারের ৩০০ সেনা। এক ভারতীয় আধাসামরিক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, ‘দেশটির জান্তার বিরুদ্ধে যুদ্ধরত সশস্ত্র বিদ্রোহীদের অগ্রগতি থেকে পালাতে প্রায় ৩০০ সৈন্য সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে।’ 

আসাম রাইফেলস আধাসামরিক বাহিনীর একজন কর্মকর্তার মতে, সৈন্যরা তাদের অস্ত্র ও গোলাবরুদ বহন করে বন্দুকবাংসোরা গ্রামে পৌঁছেছে। অফিসার আরও বলেন, তার ইউনিট সৈন্যদের কাছ থেকে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করছে এবং তাদের মিয়ানমারে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে। এএফপি।

বিশ্বের সর্ববৃহৎ সৌর পার্ক

বিশ্বের সর্ববৃহৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক তৈরি হচ্ছে ভারতে। নাম ‘খাভদা রিনিউএভবল অ্যানার্জি পার্ক’। গুজরাটের কচ্ছ জেলার পাকিস্তান সীমান্ত বরাবর থর মরুভ‚মির গ্রেট রান এলাকায় নির্মিত হচ্ছে এটি। 

ভারতের শীর্ষ এবং বিতর্কিত ধনী গৌতম আদানী কোম্পানি পার্কটি প্রতিষ্ঠা করছে। পাশাপাশি গুজরাট স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (জি এসইসিএল) এবং ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেডও (এনটিপিসি) শেয়ারে থাকবে। বৃহত্তম শক্তি পার্কটি ৭২৬ বর্গকিলোমিটার (২৮০ বর্গমাইল) জুড়ে অবস্থিত হবে।

পার্কটির লক্ষ্য ৩০ গিগাওয়াট সৌর এবং বায়ুশক্তি উৎপন্ন করা, যা ১৮ লাখ মানুষের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। পার্কটির কাজ ২০২৭ সালে শেষ হবে বলে পরিকল্পনা রয়েছে। এটি এতটাই বড় হবে যে, এটি মহাকাশ থেকেও দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের আনুমানিক ব্যয় ২.২৬ বিলিয়ন। এএফপি। 

রানওয়ে থেকে পিছলে গেল বিমান

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল বিমান। আমেরিকান ঈগল ফ্লাইট ৫৮১১ বিমানটি এরপর ট্যাক্সিওয়ে থেকে ছিটকে ঘাসে গিয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের ফ্রেডরিক ডগলাস গ্রেটার রচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ঘটনাটি ঘটে। ই-১৪৫ এমব্রায়ের নামক আঞ্চলিক জেট বিমানটিতে ৫০ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। কর্তৃপক্ষ বলছে, বিমানটি নিরাপদে মূল রানওয়েতে অবতরণ করার পরপরই পিছলে ট্যাক্সিওয়ে থেকে ঘাসে পড়ে যায়। মার্কিন এয়ারলাইন্স ঈগলসের মূল সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, তীব্র তুষারের কারণে এমনটি ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফক্স নিউজ।

ভূমিকম্পে দূরে সরে গেছে সমুদ্র

চলতি বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পে ২০১১ সালের মতো আবারও ভয়াবহ সুনামির কবলে পড়বে দেশটি গোটা জাপানেই ছড়িয়ে পড়েছিল এই আতঙ্ক। শেষ পর্যন্ত বড় ধরনের সুনামি না হলেও ক্ষয়ক্ষতি কম হয়নি জাপানের।

কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ জন। আহতের সংখ্যা কয়েকগুণ বেশি। পানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল বহু পরিবার। ২৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন শিবিরে। তবে জাপানের নোটো উপদ্বীপে যা ঘটল, তা কিছুটা ব্যতিক্রম। কারণ ভূমিকম্পের পর সেখানকার উপকূলবর্তী একটি এলাকায় পানির নিচ থেকে বেরিয়ে এসেছে নতুন ভূমি। আগের উপকূলীয় সীমান্তের সঙ্গে অন্তত ৮২০ ফুট (২৫০ মিটার) নতুন জমি যোগ হয়েছে। অর্থাৎ ওই উপকূলের বাসিন্দাদের কাছ থেকে সমুদ্র সিকি কিলোমিটার দূরে সরে গেছে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতার জন্যই এমনটা ঘটেছে। বেরিয়ে আসা নতুন ভূমি প্রায় দুটি ফুটবল মাঠের সমান পানি সরে গিয়ে নতুন ভূমি বেরিয়ে আসায় ওই এলাকাটির সমুদ্রবন্দর এখন শুকনো খটখটে। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অনুসন্ধান চালিয়ে তারা অন্তত ১০টি স্থানে নতুন জমি জেগে ওঠার প্রমাণ পেয়েছেন।

নৌকাডুবিতে ১৪ শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু

ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উলটে কমপক্ষে ১৪ শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নৌকায় ২৩ শিক্ষার্থী এবং চারজন শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার বিকালে ভদোদরার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে। হারনি থানার এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১৪ শিশু এবং দুই শিক্ষক এ দুর্ঘটনায় মারা গেছে। একজন ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়তো কাদার মধ্যে আটকে গেছে। 

শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

LEAVE A REPLY