মেসি-সুয়ারেসকে নিয়েও জিততে পারেনি মায়ামি

লিওনেল মেসি।

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সম্পর্ক ছিল বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তাই ক্যারিয়ারের শেষটা করতে চেয়েছিলেন একই সঙ্গে খেলে। সেটা হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তবে এই ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দুইজনই এখন একই ক্লাবের জার্সিতে নতুন অধ্যায় শুরু করেছেন।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসির সঙ্গে প্রথমবার ম্যাচ খেলেছেন সুয়ারেস। তবে পুনর্মিলনের ম্যাচ জিততে পারেনি মায়ামি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এল সালভাদোরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মায়ামি।

প্রতিপক্ষের মাঠে খেলা হলেও এক মুহূর্তের জন্য মনে হয়নি এটা মায়ামির মাঠ নয়।

মেসির পায়ে বল এলেও উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। ম্যাচের ৩৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সালভাদোরের গোলরক্ষক মারিও মার্তিনেস।

চার মিনিট পর জর্দি আলবার প্রচেষ্টাও আটকে যায় মার্তিনেসের গ্লাভসে।

সুযোগ পেয়েছিল স্বাগতিক সালভাদোরও। ৮৩ মিনিটে স্টেভেন ভাস্কেজের হেড পোস্টে লেগে প্রতিহত হয়।

আগামী ২১ ফেব্রুয়ারি মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু হচ্ছে। তার আগে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে মায়ামি। আগামী সোমবার এফসি ডালাসের সঙ্গে খেলে উড়াল দেবে সৌদি আরবে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে খেলতে।

ম্যাচটি হবে ২৯ জানুয়ারি। এর তিনদিন পর হংকং অল স্টার দলের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। ১৫ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ হবে মায়ামির। 

LEAVE A REPLY