পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ

জাকা আশরাফ। ছবিঃ সংগৃহীত

নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জাকা আশরাফ। গতকাল লাহোরে কমিটির চতুর্থ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তার পরিবর্তে নতুন কে দায়িত্ব নিতে চলেছেন সেটা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

গত বছরের জুলাইয়ে  দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আইএমসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় জাকা আশরাফকে। এই কমিটির কাজ ছিল, চার মাসের মধ্যে বোর্ডের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন আয়োজন করা। তবে নির্ধারিত সময়ে তা পারেনি। তাই নভেম্বরে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

যার মেয়াদ শেষ হত ফেব্রুয়ারিতে।

জাকা আশরাফের অধীনে দুইটি বড় টুর্নামেন্টে খেলেছে পাকিস্তান। দুইটিতেই ব্যর্থ হয়েছে। এশিয়া কাপে খেলতে পারেনি ফাইনাল।

আর ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বেই শেষ হয়েছে পাকিস্তানের যাত্রা।

এরপর বেশ রদবদল আনা হয় দলে। তিন সংস্করণ থেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বাবর আজমকে। টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব দেওয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। বদল আনা হয় কোচিং স্টাফেও।

টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয় এই কমিটি। তাদের লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে নতুন করে নিয়োগ দেওয়া হলেও নিজে থেকে পদত্যাগ করেন তিনজনই। এরপর মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর ও সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে নির্বাচক কমিটির প্রধান করা হয়।

এরপরেও ভাগ্য বদলায়নি পাকিস্তানের। অস্ট্রেলিয়ার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ। 

LEAVE A REPLY