সানিয়া মির্জার সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের।
নতুন করে সানা জাভেদ নামে এক অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক। সানা জাভেদ পাকিস্তানের একজন অভিনেত্রী। কিন্তু তার পূর্ব-পুরুষরা ভারতের হায়দরাবাদে থাকেন।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে ২০২০ সালের ২০ অক্টোবর পাকিস্তানের গায়ক উমায়ের জসওয়ালকে বিয়ে করেন এই অভিনেত্রী। গত বছর উমায়েরের সঙ্গে বিচ্ছেদ হয় সানার। এরপর শোয়েব মালিকের প্রেমে পড়েন তিনি।
সানার স্বামী উমায়ের জসওয়ালকে পাকিস্তানের খ্যাতনামা শিল্পী। তিনি গায়ক ও অভিনেতা।