চীনে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছেন ৪৭

চীনের ইউনান প্রদেশের পার্বত্য অঞ্চলে ভূমিধসে দুজন নিহত ও ৪৭ জন চাপা পড়েছেন। স্থানীয় সময় সকাল ছয়টার কিছু আগে ইউনান প্রদেশের ঝেনজিয়ং কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর বিবিসির

দুর্গত এলাকাটি থেকে দুই শতাধিক মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনের তথ্য, দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে অংশ নিয়েছেন ২০০ জনের বেশি উদ্ধারকর্মী। পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের কয়েক ডজন ইউনিট ও বিভিন্ন সরঞ্জাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, কমলা রঙের পোশাক ও মাথায় হেলমেট পরে জরুরি উদ্ধারকর্মীরা কাজে নেমেছেন। তারা তুষারপাতের মধ্যে উঁচু পাহাড় থেকে ধসে পড়া ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়া ব্যক্তিদের খুঁজছেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়ছে, ভূমিধসের কারণ এখনো জানা যায়নি। তবে দেশটির পাহাড়ি এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে। এর আগে ২০১৩ সালে ভূমিধসে দেশটিতে ১৮ জনের প্রাণ গেছে।

LEAVE A REPLY