সংগৃহীত ছবি
ইস্ট বেঙ্গলের জার্সিতে ভারতীয় লিগে আজ অভিষেক হলো সানজিদা আক্তারের। কলকাতার ঐতিহ্যবাহী দলটির ১০ নম্বর জার্সিই তুলে দেওয়া হয়েছে তাঁকে। সানজিদার অভিষেক ম্যাচটাতে অবশ্য জিততে পারেনি ইস্ট বেঙ্গল। ওড়িশা স্পোর্টসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
একই লিগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলছেন কর্নাটকের দল কিকস্টার্টের হয়ে। ভারতের লিগে আগেও খেলেছেন সাবিনা। তবে সানজিদা এই প্রথম গেছেন দেশের বাইরে খেলতে। প্রথম ম্যাচে গোল পাননি, দলও পায়নি জয়ের দেখা।
লিগে বেশ পিছিয়েই ইস্ট বেঙ্গল। ৭ খেলায় পয়েন্ট মাত্র ৫। ৭ দলের লিগে তারা আছে ষষ্ঠ স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কিকস্টার্ট।