চোট কাটিয়ে অবশেষে ফিরছেন হালান্ড

সংগৃহীত ছবি

মাঠে নামবেন, আর গোল করবেন; আর্লিং হালান্ড যেন এটা নিয়মে পরিণত করে ফেলেছিলেন। কিন্তু চোটের কারণে এই ফরোয়ার্ডকে যে প্রায় দুই মাস থাকতে হয়েছে মাঠের বাইরে। অবশেষে পায়ের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ম্যানচেস্টার সিটির এই ফুটবলার। তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সিটিজেন বস পেপ গার্দিওলা।

ম্যানসিটিতে যোগ দিয়ে গোলের পর গোল করে চলা হালান্ড এ মৌসুমেও ছিলেন দারুণ ছন্দে। সবপ্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৯ গোল। আর লিগে ১৪ গোল করে মোহামেদ সালাহর সঙ্গে আছেন যৌথভাবে শীর্ষে। কিন্তু পায়ের চোটের কারণে গত ৬ ডিসেম্বরের পর আর মাঠে নামা হয়নি হালান্ডের।

আজ রাতে বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন হালান্ড। তাঁর স্কোয়াডে থাকার বিষয়টি নিশ্চিত করে গার্দিওলা বলেছেন,’এই ম্যাচের জন্য তাঁকে বিবেচনা করা হয়েছে। সে ফিরছে। দলের সবাই ফিট, আমরা এখন আরো শক্তিশালী।

সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ 

২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪৬ পয়েন্টে দুইয়ে আর্সেনাল এবং ২১ ম্যাচে ৪৮ পয়েন্টে শীর্ষে লিভারপুল। বার্নলিকে হারাতে পারলে আজ দুইয়ে উঠে যাবে সিটিজেনরা।

LEAVE A REPLY