দুর্নীতির দায়ে ইমরান খানের আরো ১৪ বছরের কারাদণ্ড

ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পরেই নতুন করে এই সাজা দেওয়া হলো। ইমরান খানকে ২০২২ সালে তাঁর বিরোধীরা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যেই তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। এই দম্পতির বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ আনা হয়েছিল।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার জন্য ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল। এবার আজ বুধবার (৩১ জানুয়ারি) দুর্নীতির মামলায় আরো ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হলো। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

আগামী ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে নতুন সাজা পেলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা। 

গত আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকেই ইমরান খান কারাবন্দি রয়েছেন। বুধবার রায়ের পর আত্মসমর্পণ করেন তাঁর স্ত্রী বুশরা বিবি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক মাস আগে ২০১৮ সালে ইমরান খান তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

ইমরান খানের দল পিটিআই বলেছে, এই শাস্তির অর্থ সাবেক প্রধানমন্ত্রী ১০ বছরের জন্য সরকারি পদে থাকার অযোগ্য হবেন। তাঁর দলের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিচার ব্যবস্থারে ইতিহাসে আরেকটি দুঃখজনক দিন।’ 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY