আশঙ্কা কাটেনি কবীর সুমনের

কবীর সুমন

দুদিন আগেই ঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বরেণ্য সংগীতশিল্পী কবীর সুমন। সোজা নেয়া হয় হাসপাতালে। দুই বাংলার এই শিল্পীকে ভর্তি করা হয় কলকাতার একটি হাসপাতালে। সেখানেই চলছিল চিকিৎসা।

অবস্থা স্থিতিশীল থাকলেও সংকট একেবারের কাটেনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিপদ এখনো কাটেনি এই বরেণ্য সংগীতশিল্পীর। নিউমোনিয়া রয়েছে গায়কের। হার্টের অবস্থাও ভালো নয়।

হাই ডায়াবেটিক রোগী তিনি, ফলে চিকিৎসকরা এখনো গায়ককে বিপদমুক্ত বলছেন না।

জানা গেছে, চিকিৎসা চলছে কবীর সুমনের। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্যের চিকিৎসকদল গঠন করা হয়েছে আগেই। এই টিমে রয়েছেন পালমোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, সিসিইউ স্পেশালিস্ট ও জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ।

৭৫ বয়সী কবীর সুমন এখনো সংগীতের নদীতে বহমান সুর-স্রোতের মতো। বর্তমানে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন তিনি। বয়সজনিত কারণে ইদানীং মাঝেমধ্যেই তাঁর শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠ কয়েকজন।

গত তিন দশক ধরে ‘তোমাকে চাই’ ছাড়াও, ‘বসে আঁকো’, ‘ইচ্ছে হল’, ‘গানওয়ালা’, ‘ঘুমাও বাউণ্ডুলে, ‘চাইছি তোমার বন্ধুতা’, ‘জাতিস্মর’, ‘পাগলা সানাই’, ‘যাব অচেনায়’, ‘নাগরিক কবিয়াল’, ‘আদাব’সহ আরো কিছু অ্যালবাম সুমন প্রকাশ করেছেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

LEAVE A REPLY