১০ ডলারের কমে দেশে আসছে এলএনজি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে দাম কমে আসায় প্রতি ইউনিট ৯.৯৩ মার্কিন ডলার দরে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে যাচ্ছে সরকার। এমফ দরে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া পিটিই থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এতে মোট ব্যয় হবে ৪২৯ কোটি টাকা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আওতায় মাস্টার সেল অ্যান্ড পার্সেস অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা প্রতিষ্ঠানগুলো থেকে কোটেশন সংগ্রহ করে এক কার্গো এলএনজি আমদানি করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই থেকে এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪২৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বা এমএমবিটিইউয়ের (ব্রিটিশ থার্মাল ইউনিট) দাম পড়ছে ৯.৯৩ মার্কিন ডলার।

এর আগে গত ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। তখন প্রতি ইউনিটের দাম ধরা হয়েছিল ১০.৮৮ মার্কিন ডলার।

LEAVE A REPLY