বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি

ছবিঃ মীর ফরিদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুম থেকে বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদে এবার হুইপের দায়িত্ব পেয়েছেন তিনি। সেখানে যোগ দিতে আপাতত বিপিএল থেকে দূরে থাকবেন মাশরাফি। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে তার দল সিলেট স্ট্রাইকার্স।

সেই বিবৃতিতে জানানো হয়েছে, যদি রাজনৈতিক ব্যস্ততার বাইরে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন সর্বোচ্চ চারবার শিরোপা জেতা এই অধিনায়ক। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন পূর্ণ অধিনায়কের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে।

চলমান বিপিএলে খুবই বাজে অবস্থা সিলেটের। ঢাকার প্রথম পর্বে দুই ম্যাচ হারা দলটি ঘরের মাঠে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে।

সব মিলিয়ে এবারের মৌসুমে পাঁচ ম্যাচের সবগুলোতে হার তাদের। 

দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করতে পারছিলেন না মাশরাফি। চোট নিয়ে খেলা এই ক্রিকেটার সবগুলো ম্যাচে বোলিংও করতে পারেননি। বিপিএলে খেলার ধরণ নিয়ে সমালোচনা শিকার হতে হয়েছে মাশরাফিকে।

LEAVE A REPLY