ফাইল ছবি
ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের চমক জাগানিয়া সাফল্যের রূপকার ছিলেন শামার জোসেফ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ক্যারিবীয়রা। ব্রিসবেনে এমন বর্ণিল সাফল্যের পুরস্কারও পেলেন এই পেসার। আইসিসি র্যাংকিংয়ে বড় উল্লম্ফন হয়েছে শামার জোসেফের।
এক লাফে এগিয়েছেন ৪২ ধাপ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে তাঁর অবস্থান ৫০তম স্থানে। ক্যারিয়ারে দুই টেস্ট খেলেই এই অবস্থানে উঠে এলেন শামার জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজের আরেক পেসার কেমার রোচ দুই ধাপ এগিয়ে ১৭তম স্থানে এবং চার ধাপ এগিয়ে আলজারি জোসেফ উঠে এসেছেন ৩৩তম স্থানে।
বোলারদের টেস্ট র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
ব্রিসবেনে শামার জোসেফরা ক্যারিবীয় রূপকথা রচনার দিন হায়দরাবাদে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় ইংল্যান্ড। ওই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন জো রুট।
এই সাফল্যে আট ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন রুট। তবে হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেওয়া টম হার্টলির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বাঁহাতি এই ইংলিশ স্পিনার আছেন সেই ৬৩তম স্থানেই।
হায়দরাবাদে ইংল্যান্ডের জয়ের অন্যতম রূপকার ছিলেন অলি পোপ। স্পিন সহায়ক উইকেটে ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে সফরকারীদের বড় লিড এনে দিয়েছিলেন এই ব্যাটার।
দেশের বাইরে তাঁর এটাই সেরা ইনিংস। ভারতের মাটিতে কোনো ইংলিশ ব্যাটারের এটা চতুর্থ সর্বোচ্চ স্কোর। এমন বর্ণিল সাফল্যে আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে বড় একটা লাফ দিয়েছেন অলি পোপ। ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৮৪। পোপের ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে। ডাকেটের রেটিং পয়েন্ট ৬৬১।
ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৪। ৮৩২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংলিশ ব্যাটার জো রুট আর ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৪২৫। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন এবং ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। আইসিসি