দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন ইংল্যান্ডের, ফিরেছেন অ্যান্ডারসন

দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন জেমস অ্যান্ডারসন।

বিশাখাপত্তমে আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। প্রথম টেস্টে হাঁটুতে চোট পাওয়া জ্যাক লিচ আগেই ছিটকে গেছেন। এই বাঁহাতি স্পিনারের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা শোয়েব বশির।

২০ বছর বয়সী এই অফ স্পিনার ভিসা জটিলতা কাটিয়ে প্রথম টেস্টের সময় দলের সঙ্গে যোগ দেন।

এ ছাড়া পেসার মার্ক উডের জায়গায় একাদশে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টের একাদশে ৪১ বছর বয়সী অ্যান্ডারসনই একমাত্র পেসার।

অ্যান্ডারসনের ১৮৪তম টেস্টে একদমই নবীন এক বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। একাদশে থাকা তিন স্পিনারের সব মিলিয়ে তিন টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

লেগ স্পিনার রেহান আহমেদ দুটি ও হায়দরাবাদে প্রথম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার টম হার্টলির। তৃতীয় স্পিনার বশির ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামবেন বিশাখাপত্তমে।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ :

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারেস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।

LEAVE A REPLY