সেমিফাইনালে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। ছবি : বিসিবি

সুপার সিক্স থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা এখনো বেশ কঠিন বাংলাদেশের। এমনকি কাল নেপালের বিপক্ষে ১৪৮ বল ও ৫ উইকেটের দাপুটে জয়ের পরও। আগামী পরশু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও বেশ কিছু হিসেবনিকেশ মাথায় রাখতে হবে মাহফুজুর রহমান রাব্বিদের।

এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে পাকিস্তান।

সেমিফাইনালে যেতে তাই বাংলাদেশের বিপক্ষে জয়ই যথেষ্ট পাকিস্তান যুবাদের। তবে বাংলাদেশের সমীকরণ একটু জটিল। আগে ব্যাটিং করলে বাংলাদেশের যুবারা যদি ২৫০ বা এর চেয়ে কম রান করে সেক্ষেত্রে ম্যাচ জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে। আর যদি ২৫০ রান করে সেক্ষেত্রে জয় পেতে হবে ৫১ রানে।

এটা তো গেল বাংলাদেশ আগে ব্যাটিং করলে। আর যদি পাকিস্তান আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮-৪০ ওভারের মধ্যে। বাংলাদেশকে যদি পাকিস্তান ৩০০ রানের লক্ষ্য দেয়, সেটা তাড়া করতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। আর পাকিস্তান ২৫০ রান করলে সেটা টপকে যেতে হবে ৩৯ ওভারে।

পাকিস্তানের রানটা ২০০ এর মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে। দেখা যাক, এতো সব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারল কিনা সেটা দেখতে অবশ্য একটু অপেক্ষা করতেই হচ্ছে।

LEAVE A REPLY